বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন বাড়লেও গাজায় গণহত্যা থামছে না। প্রতিদিনই উপত্যকায় বোমা ফেলে, গুলী করে ও অভুক্ত রেখে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। ১০ লাখ বাসিন্দার গাজা সিটিতে এনএনএ ,রয়টার্স,আলজাজিরা:বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন বাড়লেও গাজায় গণহত্যা থামছে না। প্রতিদিনই উপত্যকায় বোমা ফেলে, গুলী করে ও অভুক্ত রেখে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। ১০ লাখ বাসিন্দার গাজা সিটিতে ব্যাপক হামলার পর দলে দলে লোকজন দক্ষিণের দিকে চলে যাচ্ছেন। খাদ্য ও পানির ব্যাপক ঘাটতির কারণে অনাহারে মৃত্যু বাড়ছে। এ অবস্থায় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও তাৎক্ষণিকভাবে তারা গাজার গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে পারছে না। গাজা সিটির আল-রানতিসি ও এসটি জন হাসপাতালের আশপাশে সোমবার ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে হাসাপাতাল দুটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আল-রানতিসি শিশু হাসপাতালটিতে সরাসরি...