ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন নেতারা। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন কমিটির সদস্যরা। তারা দাবি করে বলেন, সমিতির সম্পদ আত্মসাৎকারী একটি চক্র সমিতির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। আওয়ামী সরকারের দোসর এবং বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ঘনিষ্ঠ সহযোগী ও ছাত্র হত্যা মামলার আসামি আক্তার হোসেন দেওয়ান, মোক্তার হোসেন দেওয়ান, আব্দুল লতিফ দেওয়ান এবং বাতিল করা সদস্য আব্দুর রব দেওয়ান পরাজিত হবেন এই আশঙ্কায় নির্বাচন এড়িয়ে যান। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন করে নির্বাচিত কমিটি বাতিলের দাবিতে অপপ্রচার চালাচ্ছেন। এসময় সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, নিয়ম মেনে নির্বাচন হয়েছে। কিন্তু অর্থ আত্মসাৎ মামলায় জড়িত একটি প্রভাবশালী চক্র নির্বাচনে অংশ না নিয়ে পরে কমিটি...