এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। একের পর এক মৃত্যু। জলবন্দি শহরের বিভিন্ন এলাকা। অতিবৃষ্টিই কি একমাত্র কারণ বিপর্যয়ের? ফিরে এলো 'ব্ল্যাক সেপ্টেম্বর'। কলকাতা আবার ডুবে গেল বৃষ্টির জলে। একের পর এক প্রাণহানি শুধু নয়, স্তব্ধ হয়ে গেল জনজীবন। সোমবার রাত এগারোটা নাগাদ বৃষ্টি শুরু হয়েছিল কলকাতা ও আশপাশের এলাকায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়তে থাকে। অতীতেও সেপ্টেম্বর মাসে, বর্ষার পরে ঠিক শরতের শুরুতে এমন বৃষ্টি-প্রলয়ের সাক্ষী থেকেছে কলকাতা। ১৯৭৮ সালের ২৮ সেপ্টেম্বর ৩৬৯.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। ১৯৮৬ সালের ২৬ সেপ্টেম্বর বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৫৯.৫ মিলিমিটার। এরপরেই থাকবে সোমবারের বৃষ্টি। ২৫২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কয়েক ঘণ্টায়। সব শেষ এমন ভারী বৃষ্টি কলকাতা দেখেছিল ২০০৬ সালের ২২ সেপ্টেম্বর। সেদিন বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২১১.৬ মিলিমিটার। যেকলকাতাকেভৌগোলিকভাবে একটি কড়াইয়ের সঙ্গে তুলনা করা হয়,...