ক্যানসার হাসপাতালের রেডিওথেরাপি মেশিন নষ্ট হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভোগান্তি লাঘবে রেডিওথেরাপি দিতে সরকারকে সহায়তা করতে চায় এনজিওগুলো। বুধবার (২৪ সেপ্টেম্বর) এনজিও বিষয়ক ব্যুরোর সভাকক্ষে ‘স্বাস্থ্যখাতে এনজিওদের সম্পৃক্ততা’ শীর্ষক মতবিনিময় সভায় এ প্রস্তাব আসে। স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, এনজিও ব্যুরোর মহাপরিচালক দাউদ মিয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মহসিন এবং ৪০টি এনজিও’র প্রতিনিধি এতে অংশ নেন। সভায় হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. শেখ মইনুল খোকন বলেন, ক্যানসার আক্রান্ত রোগীদের রেডিওথেরাপি সেবা নিশ্চিত করতে এই মডেল বিবেচনায় নেওয়া যেতে পারে। স্বাস্থ্যখাতে বর্তমানে যে পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেল বিদ্যমান সেখানে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। আমাদের প্রস্তাবনা হচ্ছে -বিদ্যমান মডেলে দেশীয় এনজিওভিত্তিক দাতব্য সংস্থা সরকারি ক্যানসার চিকিৎসা কেন্দ্রগুলোতে রেডিওথেরাপি মেশিনে স্থাপন...