এসরোটেক্স গ্রুপের ‘বেআইনি’ভাবে কর্মচ্যুত ২২০ শ্রমিকের কাজে যোগদান এবং ৩০ শ্রমিকের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি করেছেন ভুক্তভোগী শ্রমিকরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি করেন তারা। শ্রমিকদের পক্ষে মো. রাসেল হোসেন বলেন, ফ্যাক্টরির নতুন নিয়মকানুনের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের কোম্পানির জিএম আওলাদ হোসেন ৩০ জন শ্রমিকের নামে মিথ্যা মামলা দিয়েছে। এছাড়াও ২২০ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে। তিনি আরও বলেন, আগের নিয়ম ছিল— সকাল ১১টায় ১৫ মিনিটে নাস্তার জন্য দেওয়া হতো। কিন্তু বর্তমানে সেটা কমিয়ে আনা হয়েছে ১২ মিনিটে। দুপুরের খাবারের সময় থেকে...