এখন অনেক দেশেই বৈধ ও সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠছে গাঁজা। অনেকে আবার সিগারেটের নিরাপদ বিকল্প হিসেবে গাঁজা সেবন করছেন। তবে নতুন গবেষণায় উঠে এসেছে, শ্বাসের মাধ্যমে বিশেষ করে ধূমপান ও ভেপিংয়ের মাধ্যমে গাঁজা সেবন ফুসফুসের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে, যার মধ্যে হাঁপানিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘জার্নাল অফ জেনারেল ইন্টারনাল মেডিসিন’-এ। গবেষণাটি করেছেন ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো’র গবেষকদের একটি দল, যেখানে গাঁজা সেবন ও শ্বাসযন্ত্রের রোগের মধ্যে সম্পর্ক খতিয়ে দেখেছেন তারা। গবেষণা দলটি বলছে, যারা প্রতিদিন শ্বাসের মাধ্যমে গাঁজা সেবন করেন তাদের হাঁপানিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৪৪ শতাংশ বেশি। একই গবেষণায় উঠে এসেছে, তাদের মধ্যে দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ ‘সিওপিডি’ হওয়ার ঝুঁকিও ২৭ শতাংশ বেশি। তবে গবেষকরা বলছেন, প্রকৃত ঝুঁকি আরও...