নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার একটি কথোপকথনের রেকর্ডিং সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে ছাত্র আন্দোলন ও তা দমনের কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। ফাঁস হওয়া এই কথোপকথনে মাকসুদ কামাল প্রধানমন্ত্রীকে জানান যে, শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বের হয়ে গেছে এবং রাজু ভাস্কর্য ও মল চত্বরে প্রায় চার-পাঁচ হাজার শিক্ষার্থী জমা হয়েছে। তিনি আরও জানান, আন্দোলনকারীরা যেকোনো মুহূর্তে তার বাসায়ও হামলা করতে পারে। জবাবে শেখ হাসিনা কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, "তারা রাজাকারদের বাসা পোরিশ করবে কথা বলতেছে... আমরা রাজাকারে তো ফাঁসি দিছি, বা তোদের তাই করবো, একটাও ছাড়বো না আমি বলে দিচ্ছি।" তিনি আরও উল্লেখ করেন যে, পুলিশ, বিজিআর, বিজেপি এবং র্যাবকে ক্যাম্পাসে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাকসুদ...