এদিকে বুধবার (২৪ সেপ্টেম্বর) ফেসবুকে ছড়িয়ে পড়েছে আজ অথবা আগামীকাল (বৃহস্পতিবার) ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ পিএসসির সূত্র উল্লেখ করে ‘কিছুক্ষণের মধ্যেই’ ফল প্রকাশ করা হবে বলেও পোস্ট দেন। তবে পিএসসি কর্মকর্তারা বলছেন, আজ (বুধবার) ফল প্রকাশের সম্ভাবনা নেই। তবে প্রস্তুতি শেষ হলে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফল প্রকাশ করা হতে পারে। তা সম্ভব না হলে রোববার (২৮ সেপ্টেম্বর) ফল পাবেন ৪৭তম বিসিএসের প্রার্থীরা। আরও পড়ুনপ্রিলিতে শূন্যপদের ৮ গুণ প্রার্থীকে পাস করানোর দাবি ৪৭তম বিসিএসের প্রশ্নে ‘অসংগতি’, উত্তর না থাকার অভিযোগ বুধবার বিকেল ৪টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জাগো নিউজকে বলেন, ‘আজ ফল প্রকাশের কোনো সম্ভাবনা দেখছি না। চেয়ারম্যানের মাধ্যমে যেটুকু জেনেছি, ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। আগামীকাল (বৃহস্পতিবার) যদি...