বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ চুরির ঘটনায় সরকারের গঠিত পর্যালোচনা কমিটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরো এক মাস সময় পাচ্ছে। মন্ত্রীপরিষদ বিভাগ বুধবার এক আদেশে বলেছে, পর্যালোচনা কমিটিকে সুপারিশ দাখিলের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। এর আগে গত ৮ জুলাই প্রথম দফায় সময় বাড়ানো হয়েছিল ৩ মাস। তখন বলা হয়েছিল, ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে হবে। তবে তার এক সপ্তাহ আগেই দ্বিতীয় দফা সময় বাড়ানো হল। ক্ষমটার পট পরিবর্তনের পর চলতি বছরের গত ১১ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে ছয় সদস্যর এই কমিটি করে দেয় অন্তবর্তীকালীন সরকার। জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ গভর্নর আহসান এইচ মনসুর, বিমান বাংলাদেশে এয়ারলাইনসের পরিচালক...