হাঁটুর চোটে অস্ত্রোপচারের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার মিডফিল্ডার গাভি। সেরে উঠতে তার সময় লাগবে চার থেকে পাঁচ মাস। লা লিগা চ্যাম্পিয়নরা মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ২১ বছর বয়সী স্প্যানিশ এই ফুটবলারের হাঁটুর এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিড়ে গিয়েছিল গত বছরের নভেম্বরে। এ মৌসুমের প্রথম দুই ম্যাচ খেলার পর অগাস্টে ক্লাবের হয়ে অনুশীলনের সময় ফের ডান হাঁটুতে চোট পান তিনি। লা লিগায় চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে হান্সি ফ্লিকের দল। শীর্ষে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে তারা পিছিয়ে পাঁচ পয়েন্টে, যদিও শাবি আলোন্সোর দল তাদের চেয়ে ম্যাচ...