মাছ বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নদীমাতৃক এ দেশে ভাত-মাছ ছাড়া বাঙালির পেট ভরে না বললেই চলে। মাছের কথা সামনে আসতেই আমাদের দেশের প্রচলিত একটি ধারণা সামনে আসে, ‘তেলাপিয়া জান্নাতি মাছ।’ এমনকি অনেক ধর্মীয় বক্তাকেও এ ধরনের কথা প্রচার করতে দেখা যায়। তারা বলেন, ‘নীল ও ফোরাত জান্নাতি নদী এবং এই দুটি নদীতে তেলাপিয়া মাছ বেশি পাওয়া যায়—এ থেকে বোঝা যায় তেলাপিয়া জান্নাতি মাছ।’তাই প্রশ্ন জাগে, আসলেই কি তেলাপিয়া জান্নাতি মাছ? চলুন তাহলে এ বিষয়ে শরিয়তের দৃষ্টিভঙ্গি জেনে নিই—নীল ও ফোরাত কি জান্নাতি নদী?মালেক ইবনে সা’সাআ (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) জান্নাতে ৪টি নদী দেখেছেন। এর মধ্যে দুটি ছিল প্রকাশ্য ও দুটি অপ্রকাশ্য, সবগুলোই সিদরাতুল মুনতাহার গোড়া থেকে প্রবাহিত। নবীজি (সা.) জিজ্ঞাসা করলেন, এগুলো কোন নদী? জিবরাইল (আ.) বললেন,...