এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানকে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার হারিয়ে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বড়সড় মন্তব্য করেন। তিনি দাবি করেন, ভারত-পাকিস্তান ম্যাচ আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়। সুপার ফোরে পাকিস্তানকে হারানোর পর সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ‘আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা বন্ধ করা উচিত। প্রতিদ্বন্দ্বিতা তখনই হয়, যখন দুই দল ১৫-২০ ম্যাচ খেলে এবং ফল দাঁড়ায় ৮-৭ বা ৯-৮ এর মতো কাছাকাছি। তখন বোঝা যায় সমানে সমান লড়াই হচ্ছে। ৩-০, ১০-১। আমি জানি না সঠিক পরিসংখ্যান কী, তবে এটা আর প্রতিদ্বন্দ্বিতা নয়। ’ ভারতের অধিনায়কের এই মন্তব্যের জবাব দিয়েছেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। তার ভাষায়, ‘তিনি যা বলতে চান বলুন। এখনো তারা ফাইনালে ওঠেনি, আমরাও উঠিনি। সময় এলে দেখা যাবে। আমাদের কাজ জেতা। আমরা এসেছি এশিয়া কাপ জিততে। সর্বোচ্চ চেষ্টা...