বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ পরবর্তী সময় প্রার্থীদের বিভিন্ন আবেদন ও অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের অবস্থান প্রকাশ করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চারটি পয়েন্টে এই অবস্থান তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন পরবর্তী প্রার্থীদের দাখিলকৃত আবেদনপত্র এবং অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে। প্রয়োজনে আইনগত পরামর্শও গ্রহণ করা হয়েছে। প্রতিটি দরখাস্ত ও অভিযোগ আলাদাভাবে বিচার-বিশ্লেষণ করে যথাসময়ে জবাব দেওয়া হবে। প্রথম অংশে বলা হয়, ডাকসু নির্বাচন ঘিরে জমা দেওয়া অভিযোগ ও আবেদনগুলো যাচাই-বাছাই চলছে। প্রশাসন সব আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছে এবং প্রয়োজনে আইনজীবীদের মতামতও নিচ্ছে। প্রতিটি আবেদনের বিষয়ে আলাদাভাবে সিদ্ধান্ত নিয়ে আবেদনকারীদের জবাব জানানো হবে। তবে সম্প্রতি এক ছাত্র সংগঠনের সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা...