ওটিটি প্লাটফর্ম চরকি ঘোষণা দিল তাদের নতুন অরিজিনাল ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমার পরিচালনায় এটি তার প্রথম ওয়েব ফিল্ম। বিশ্ববিদ্যালয় জীবনের দুষ্টু–মিষ্টি অভিজ্ঞতা ও ফুড–ফ্যাশনের দ্বন্দ্বকে ঘিরে সাজানো হয়েছে ছবির কাহিনি। ফিল্মটির কেন্দ্রীয় চরিত্র ইরা—একজন ফ্যাশনেবল বিশ্ববিদ্যালয় পড়ুয়া। তার ঝামেলাপূর্ণ (ক্যাওটিক) জীবনের গল্পই মূলত তুলে ধরা হয়েছে। চরিত্রটিতে অভিনয় করেছেন নবীন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। ইরাকে সামলানোর চেষ্টা করা শান্ত স্বভাবের মারুফ চরিত্রে দেখা যাবে সাদ সালমি নাওভীকে। নির্মাতা রীমা জানান, “এ গল্পে বন্ধুত্ব, প্রেম, হিউমার আছে। প্রজন্মের সম্পর্ক ও টানাপোড়েনও এসেছে। মূলত তরুণদের মতো ভেবে কাজটি করা হয়েছে।” অভিনেত্রী সাদনিমা বলেন, “আমি বাস্তবে যেমন, চরিত্রটা একেবারেই তার উল্টো। তবে দৃশ্যগুলো করতে গিয়ে আমরাই মজা পাচ্ছিলাম। আমার মনে হয় দর্শকরাও সেটা অনুভব করবেন।” অভিনেতা নাওভী বলেন,...