পাকিস্তান নিজের দেশের মানুষের উপর বোমা ফেলে মানবাধিকার লংঘন করছে, জাতিসংঘে অভিযোগ ভারতের। দিন কয়েক আগেই খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানের বিমান বাহিনী বোমা ফেলেছে বলে অভিযোগ ওঠে। বিমান বাহিনী সেই অভিযোগ অস্বীকার করলেও পুলিশ জানিয়েছিল, নিরাপত্তা বাহিনীর হামলায়২০ জন সন্ত্রাসবাদী মারা গেছে। তার সঙ্গে ১০ জন বাচ্চা ও বয়স্ক মানুষও মারা গেছেন। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে ভারতের প্রতিনিধি ক্ষিতিশ ত্যাগী বলেন, ''পাকিস্তান সবসময় ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন ও উসকানিমূলক কথা বলে। তারা আমাদের দেশে সন্ত্রাসবাদীদের পাঠানো থেকে একটু অবকাশ পেলে নিজেরদেশের মানুষের উপরই বোমা ফেলে। পাকিস্তানের উচিত জীবনদায়ী ব্যবস্থায় থাকা অর্থনীতি, সামরিক হস্তক্ষেপে থাকা রাজনীতি ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটানো।'' তিনি বলেছেন, ''মানবাধিকার পরিষদকে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সর্বজনীন দৃষ্টিভঙ্গি নিতে হবে। বিশ্বের সামনে যখন প্রচুর সমস্যা দেখা দিয়েছে, তখন এই পরিষদ যেন...