দিল্লির অভিজাত বসন্ত কুঞ্জ এলাকার একটি সুপরিচিত আশ্রমের পরিচালকের বিরুদ্ধে ১৭ জন ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার ২৪ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। পুলিশ জানিয়েছে, শ্রী শারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের ৩২ জন ছাত্রীর মধ্যে কমপক্ষে ১৭ জন ছাত্রী স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার, অশ্লীল টেক্সট পাঠানো এবং জোরপূর্বক যৌন হয়রানির অভিযোগ করেছেন। তারা আরও অভিযোগ করেন, এই প্রতিষ্ঠানের মহিলা অনুষদ এবং প্রশাসনিক কর্মীরাও তাদের দাবি মেনে নিতে ছাত্রীদের উপর চাপ প্রয়োগ করেছেন। এই ইনস্টিটিউটের ছাত্রীরা দাবি করেন, এই আশ্রমে কর্মরত কিছু ওয়ার্ডেন তাদের স্বামী চৈতন্যানন্দের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। দক্ষিণ-পশ্চিম জেলার ডেপুটি পুলিশ কমিশনার অমিত গোয়েল জানিয়েছেন, তাদের বক্তব্যের ভিত্তিতে, স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধে যৌন হয়রানি এবং অন্যান্য অভিযোগের...