এশিয়া কাপে পর পর ৩০ ও ৬১ রানের ইনিংস খেলায়আইসিসির টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে ১৩৩ ধাপ এগিয়েছেন বাংলাদেশের সাইফ হাসান। আজ প্রকাশিত র্যাংকিংয়ের ৮১ নম্বরে উঠে এসেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এই র্যাংকিংয়ের শীর্ষে ভারতের অভিষেক শর্মা। দুই নম্বরে ইংল্যান্ডের ফিল সল্ট। তিন নম্বরে আরেক ভারতীয় তিলক ভার্মা। র্যাংকিংয়ে শীর্ষ দশে আছেন আরেক ভারতীয়, অধিনায়ক সূর্যকুমার যাদব। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থানে অধিনায়ক লিটন দাস। দুই ধাপ এগিয়ে তিনি অবস্থান করছেন ৪০ নম্বরে। তার পরেই তাওহীদ হৃদয় এগিয়েছেন সাত ধাপ। এক ধাপ এগিয়ে জাকের আলি ৫৬ নম্বরে। ৭৪ নম্বরে পারভেজ হোসেন ইমন। বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩ উইকেট শিকারে ৬ ধাপ উন্নতি হয়েছে তার। রয়েছেন ৯ নম্বরে। তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে শেখ মেহেদী...