জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। বিষয়টি বুধবার (২৪ সেপ্টেম্বর) জাগো নিউজকে নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ। আল-আমিন শেখ বলেন, দুপুর ২টার পরে স্যারের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মেসেজ আসে। সেখানে টাকা দাবি করা হয়। কারও কাছে ৩০ হাজার, কারও কাছে ৩৫ হাজার টাকা চাওয়া হয়েছে। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান অবগত আছেন। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা বলেন, বিভিন্ন মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে। আমার...