কুমিল্লার দেবিদ্বার উপজেলার গৌরসার গ্রামের একটি সড়ক দীর্ঘকাল ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কাদামাটি ও বড় বড় গর্তের কারণে পথচারী এবং ছোট যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন ও সাগর আহমেদ অভিযোগ করেন, বহু বছর ধরে এই সড়কে কোনো সংস্কারকাজ হয়নি। প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও ভোটের পর তা বাস্তবায়িত হয় না। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং কর্মজীবী মানুষ প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় সংবাদকর্মী মো. তোফায়েল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সড়কের বেহাল দশা নিয়ে বহুবার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বৃষ্টি হলে পুরো গ্রাম কার্যত ঘরবন্দি হয়ে পড়ে। স্থানীয়রা জানান, এই গ্রামেই দেবিদ্বার এস এ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সুজাত আলী সরকারের বাড়ি। গ্রামের...