লাদাখ রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে ডাকা বন্ধ চলাকালে লে শহরে বিজেপির কার্যালয়ের সামনে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের মতে, লে অ্যাপেক্স বডি (এলএবি)-এর ডাকা বন্ধের সময় বিক্ষুব্ধ জনতা বিজেপি অফিস ঘিরে ফেলে এবং পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দ্য হিন্দুর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। লে অ্যাপেক্স বডি হলো লাদাখের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর একটি সমন্বয় গোষ্ঠী, যারা বহুদিন ধরে কেন্দ্রের সঙ্গে আলোচনার মাধ্যমে লাদাখের জন্য পৃথক রাজ্যের মর্যাদা এবং ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় স্বায়ত্তশাসন দাবি করে আসছে। প্রাথমিকভাবে জানা গেছে, এলএবি এর সমর্থকেরা বিজেপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলে পরিস্থিতি সহিংস...