ছাত্রী হলে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করলেন ছাত্রদল নেতা NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। জবি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করেছেন জবি ছাত্রদলের বর্তমান কমিটির আহ্বায়ক সদস্য ও জুলাই আন্দোলনের অগ্রসর সৈনিক আবু বকর খান।হলের তৃতীয় তলায় কমনরুমের পাশে স্থাপিত এ মেশিন থেকে শিক্ষার্থীরা স্বল্প মূল্যে সেবা পাবেন। যেখানে বাজারমূল্য ১০ টাকার প্যাড পাওয়া যাবে ৮ টাকায় এবং ৮ টাকার প্যাড পাওয়া যাবে ৬ টাকায়। অর্থাৎ প্রতিটি প্যাডে প্রায় ৩০ শতাংশ ভর্তুকি বহন করবে আবু বকর খানের উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠন “শহিদ সাজিদ মেডি, জবি”।এর আগে গত জুলাই মাসে তিনি “শহিদ সাজিদ মেডি এইড, জবি”নামে একটি মেডিকেল সংগঠন প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে...