১৭ সেপ্টেম্বর শুরু হয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম আসর, যা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। বিশেষ উদ্দেশ্যে এই আসরে যোগ দিয়েছেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সংস্কৃতি মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, এবারের আসরে প্রথমবারের মতো দেওয়া হবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’। মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘ভিশন এশিয়া’ বিভাগে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে একটি ছবি এই পুরস্কার পাবে। সামাজিক ন্যায়বিচার, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার কিংবা অসাম্যের বিরুদ্ধে লড়াই—এসব বিষয়ভিত্তিক চলচ্চিত্রকে বেছে নেওয়া হবে এ সম্মানের জন্য। ‘ভিশন এশিয়া’ বিভাগে জায়গা পেয়েছে ১১টি ছবি। এর মধ্য থেকে একটি চলচ্চিত্রকে দেওয়া হবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’। আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দিতে বুসানে অবস্থান করছেন মোস্তফা সরয়ার ফারুকী। এরই মধ্যে ফারুকী উৎসব পরিচালক জং হানসক ও...