এসএম বদরুল আলমঃদেশের শীর্ষস্থানীয় জীবন বিমা কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের বিস্তর অভিযোগ উঠেছে। ভুয়া ব্যবসা দেখিয়ে কমিশনের টাকা আত্মসাৎ, ভ্রমণ ও আপ্যায়ন খরচে জালিয়াতি, ভুয়া মেডিকেল বিল, ভবিষ্য তহবিল থেকে অনিয়মিত উত্তোলনসহ নানা কৌশলে অর্থ লোপাটের অভিযোগ ঘিরে এখন তোলপাড় শুরু হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি আইডিআরএ চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে অভিযোগের কপি সংযুক্ত করে যথাযথ তদন্ত ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানায়। অভিযোগটি করেছেন রূপালী লাইফের নিরীক্ষা বিভাগের ডেপুটি ম্যানেজার মো. জহিরুল ইসলাম। তিনি অভিযোগের কপি দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং অর্থ...