সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে তুলে নিয়ে নির্যাতন এবং মব তৈরি করে মারধর ও হেনস্তার ঘটনায় মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রকিবুল ইসলাম সাগর নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করলো পুলিশ। অন্যদিকে, সাংবাদিক বাদলকে হেনস্তা ও নির্যাতনের ঘটনায় জড়িত থাকার ঘটনায় সিটি করপোরেশনের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাতে জানিয়েছেন, এই ঘটনার জেরে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, প্রধান প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর কবির শান্ত এবং সহকারী রাজস্ব কর্মকর্তা তন্ময়কে বদলি করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের...