মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ব্যাংকের কসবা শাখা প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক কসবা শাখার প্রধান আবদুল কাইয়ুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, প্রধান আলোচক ছিলেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এসপিও ও ম্যানেজার অপারেশন্স রহমত উল্লাহ এবং জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কসবা ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলদ গাছ রোপণের গুরুত্ব তুলে ধরেন এবং পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থসামাজিক উন্নয়নে ইসলামী ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন। এ...