কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে নেমেই প্রাণ হারান এ সংগীতশিল্পী। গত রোববার তার মরদেহ পৌঁছায় ভারতের গুয়াহাটিতে। সেখানে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় স্ত্রীকে মরদেহ আঁকড়ে ধরে কাঁদতে দেখা যায়। জুবিন গার্গের জীবনযাপনে ছিল সরলতা। বড় শহরের হইচই থেকে দূরে থাকতে পছন্দ করতেন। নিজের রাজ্যে শান্তিতে থাকতে ভালোবাসতেন জুবিন। বাড়ি ও স্টুডিও সাজিয়েছিলেন আসামের হস্তশিল্প, বাঁশের তৈরি জিনিস আর হাতে আঁকা ছবিতে। সাধারণ মনে প্রশ্ন— জুবিন গার্গ মৃত্যুর পর কত সম্পদ রেখে গেলেন। গাড়ি ও বাইকের প্রতি ছিল তার আলাদা বিশেষ দুর্বলতা। বাড়ির গ্যারেজের দিতে তাকালে তেমনটি বোঝা যায়। তার গ্যারেজে ছিল মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভারসহ একাধিক বিলাসবহুল গাড়ি ও মোটরবাইক।...