বয়স কেবল ১৪ বছর। এই বয়সেই ব্যাট হাতে যা করে চলেছেন বৈভাভ সুরিয়াভানশি, তা সত্যিই অবিশ্বাস্য। আগেই অনেক রেকর্ড গড়া ভারতের এই বিস্ময়-বালকের অর্জনের মুকুটে যোগ হয়েছে আরেকটি পালক। যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি নিজের করে নিয়েছেন সুরিয়াভানশি। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বুধবার ৬টি ছক্কা হাঁকিয়ে টপকে গেছেন তিনি স্বদেশি উন্মুখ চাঁদকে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২১ ওয়ানডে খেলে ৩৮ ছক্কা মেরেছিলেন উন্মুখ চাঁদ। তাকে পেছনে ফেলতে সুরিয়াভানশির লাগল কেবল ১০ ম্যাচ। বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যানের নামের পাশে ছক্কা এখন ৪১টি। ৩০ বা এর বেশি ছক্কা মারতে পেরেছেন আর কেবল চার জন। ৩৫ ছক্কা মেরে তালিকায় তিনে বাংলাদেশের জাওয়াদ আবরার। পাকিস্তানের শাহজাইব খানের ছক্কা ৩১টি। ভারতের ইয়াশাসভি জয়সওয়াল ও বাংলাদেশের তাওহিদ হৃদয় মেরেছেন ৩০টি করে ছক্কা। ব্রিজবেনে...