বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাসা গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কয়েক হাজার শ্রমিক। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ে পরিবহন চালক ও যাত্রীরা। পরে পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া সাংবাদিকদের বলেন, “১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।” প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাদের সড়ক ছেড়ে দিতে বলেন। কিন্তু বিক্ষোভকারীরা সড়ক ছাড়তে অস্বীকার করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ জলকামান ও লাঠিপেটা করে আন্দোলনকারীদের...