জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, জামায়াত সবসময়ই স্রোতের বিপরীতে কাজ করে। বিএনপির ওপর ভর করে মন্ত্রী পর্যন্ত হয়েছে। ২০১৮ সালে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। এই জামায়াতের কারণে বিএনপিকেও মৌলবাদী আখ্যা দেওয়া হয়েছে। অথচ মুনাফেকির ট্রেনিং সেন্টার খুলেছে জামায়াত-শিবির। বুধবার পাবনায় ছাত্রদলের সাংগঠনিক সফরে গিয়ে জেলার অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ছাত্রদল নেতা আউয়াল বলেন, শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার কাজে ঈর্ষান্বিত হতেন। কখনো তিনি কোনো কাজে প্রথম হতে পারেননি। তবে একটি কাজে তিনি প্রথম হয়েছেন তা হলো বাংলাদেশের প্রথম পলাতক প্রধানমন্ত্রী হিসাবে। সাংগঠনিক সফরে তিনি জেলা ছাত্রদলসহ জেলার ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশীদের সাথে সাক্ষাৎকার গ্রহণ করেন। দুপুরে শহরের...