ঢাকা:রাজধানীর তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টাকালে ককটেলসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাষ্ট্রীয়ভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এদের প্রতিহত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন টিম সেইসব এলাকায় তৎপর রয়েছে। তিনি আরও জানান, কারওয়ান বাজারের পান্থপথ প্রবেশ মুখ এলাকার পাশে পানি ভবনের পাশ থেকে ককটেল উদ্ধার করেছে গোয়েন্দা...