ফরিদপুরে মাহেন্দ্রস্ট্যান্ডে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান ওরফে লিমনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আজ বুধবার সকালে ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা হয়েছে। যুবদল নেতা ওই মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুরসহ সাতজনকে আসামি করে মাহেন্দ্রস্ট্যান্ডে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের অভিযোগে আজ বুধবার সকালে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলার বাদী মাহেন্দ্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ। ওসি আরও বলেন, এ মামলার পর বুধবার সকালে অভিযান চালিয়ে এজাহারনামীয় ছয় নম্বর আসামি জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান ও সাত নম্বর আসামি আনন্দ শুভ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার...