এশিয়া কাপে সুপার ফোরে দুবাইয়ে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। টুর্নামেন্টে এখনো হারেনি ভারত। ফাইনালে ওঠার পথে সূর্যকুমারের দলই সবচেয়ে বড় ফেবারিট। তবে খেলাটা যেহেতু ক্রিকেট, তাই ভালো খেললে যেকোনো কিছুই ঘটতে পারে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোয় ভালো খেলার সে আত্মবিশ্বাস পেয়েছে লিটন দাসের দল। এখন ভারতের ‘মেন ইন ব্লু’দেরও হারাতে চাই দলটির দুর্বলতা বের করে ভালো খেলার ‘ব্লু প্রিন্ট’ তৈরি করা। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই তেমন পরিকল্পনা তৈরি করে সে অনুযায়ীই প্রস্তুতি সেরেছে। যদিও ভারতের স্কোয়াডে দুর্বলতা নেই বললেই চলে। কিন্তু টি-টোয়েন্টি এমন খেলা, যেখানে নির্দিষ্ট দিনে যে কেউ জিততে পারে। এশিয়া কাপে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এ পর্যন্ত এক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে পরে ব্যাটিং করে জিতেছে। গ্রুপ পর্ব ও সুপার ফোরে...