নিহত আবুল কালাম আজাদ চকমনোহারপুর গ্রামের আসাদ উদ্দিনের ছেলে এবং রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। নিহত বিএনপি নেতা আবুল কালম আজাদ নলকা ইউনিয়নের চকমনোহারপুর গ্রামের আসাদ উদ্দিনের ছেলে। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এদিন বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহণের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে প্রথমে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক বিএনপিনেতা আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল...