টলিউডের গণ্ডি পেরিয়ে এবার বলিউডের সিনেমায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বঙ্গতনয়া মালবিকা ব্যানার্জি। সিনেমার নাম ‘জনাদেশ’। এটি পরিচালনা করছেন প্রকাশ ঝা। বলিউডে অভিষেক হচ্ছে প্রকাশ ঝা’র মতো মেধাবী নির্মাতার মাধ্যমে। এ কারণে ভীষন আপ্লুত মালবিকা। এই অভিনেত্রী বলেন, জনাদেশের নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি দেশপ্রেম ও রাজনৈতিক প্রেক্ষাপটে সিনেমা। এই ছবিতে আমার চরিত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে কোনও বাঙালি মেয়ের চরিত্র নয়। খোলসা করলাম কারণ অনেকেই মনে করেন যে , বাঙালি মেয়ে অভিনয় করছেন মানেই বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করছেন।এমনটা একেবারেই নয়।’ মালবিকা আরও বলেন, এই ছবির প্রেক্ষাপট উত্তরপ্রদেশ। তাই আমার চরিত্রটাও সেভাবেই তৈরি করা হয়েছে। মুম্বাইয়ের বদলে এই ছবির শুটিং হয়েছে ঝাঁসি, গোয়ালিয়র-সহ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়। ছবির শুটিংও ইতিমধ্যেই শেষ। আমি এরকম একটা ছবিতে কাজ করতে পেরে আপ্লুত। এটা আমার...