ঢাকা: বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের একটি নতুন জরিপে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনে ৩৯.১ শতাংশ মানুষ মনে করেন বিএনপি সরকার গঠন করবে। একই জরিপে ২৮.১ শতাংশ ভোটার জামায়াতের সরকার গঠনের প্রত্যাশা প্রকাশ করেছেন।বুধবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক সংগঠন ইনোভেশন কনসাল্টিং এ জরিপের ফলাফল প্রকাশ করে। ‘জনগণের নির্বাচন ভাবনা’ শিরোনামের এই জরিপের ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার। জরিপে সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম বিআরএআইএন এবং ভয়েস ফর রিফর্ম।জরিপ অনুযায়ী, ভোটারদের মধ্যে ৪১.০৩ শতাংশ বিএনপিকে ভোট দেবেন, আর জামায়াত পাবে ৩০.০৩ শতাংশ ভোট। গত ছয় মাসে দুই দলের ভোটে সামান্য পতন দেখা গেছে।দেশের ৬টি বিভাগে বিএনপি এগিয়ে থাকলেও রংপুর বিভাগে জামায়াতের নেতৃত্ব রয়েছে।অন্যান্য দলের তুলনায় ভোটাররা জামায়াতের স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট।তরুণ ভোটার এবং শিক্ষিত ভোটারদের কাছে এগিয়ে জামায়াত।তাদের...