নিহতরা হলেন- কুষ্টিয়া সদরের পারখানা ত্রিমোনীর মনসুর মোল্লার ছেলে (৩৫) ও পশ্চিম মৌজমপুর এলাকার শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে সদর উপজেলার কল্যাণপুর রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের একপাশে সবজি বোঝাই একটি পিকআপের চাকা পরিবর্তন করছিলেন পিকআপের চালক ও সহকারী। এ সময় পেছন থেকে চালবোঝাই আরেকটি ট্রাক এসে পিকআপটিকে ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের চালক ও সহকারী। পরে আহলাদিপুর হাইওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান,...