ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, অচেতন অবস্থায় পাওয়ার পর তার মেয়েকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন।এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আবদুল বাতেন বলেন, কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে খাগড়াছড়ি সদর...