ফরিদপুর সংসদীয় আসন-৪ ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের সঙ্গে সম্পৃক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর এরই প্রতিবাদে গত ১সপ্তাহ ধরে চলা আন্দোলন প্রশাসনের আশ্বাসে স্থগিত হলেও এখন ইউনিয়ন দুটি ফেরতের দাবি শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচী পালন করছেন দুই ইউনিয়নের হাজারও মানুষ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভাঙ্গা উপজেলার সরকারি কে এম কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে...