গাজীপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে হায়দার ইসলাম (৫১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৫) নামে আরো একজন আহত হন। তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় তাদের মারধর করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদা আহমেদ।আরো পড়ুন:টাঙ্গাইলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১আড়াইহাজারে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত নিহত হায়দার ইসলাম রাঙামাটির লাংগদু উপজেলার জালালাবাদ গ্রামের সোলেমান বেপারীর ছেলে। আহত আলামিন ফেনী জেলার মহিরহাট গ্রামের মহন দালালের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে নয়াপাড়া এলাকায় ৭-৮ জন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে দুইজনকে ডাকাত সন্দেহে আটক করে এলাকাবাসী মারধর করেন। পুলিশ ঘটনাস্থলে...