গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে শামীম আহমেদের পর মারা গেলেন দগ্ধ নুরুল হুদা। আজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, নুরুল হুদার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এ ঘটনায় ইনস্টিটিউটে ভর্তি খন্দকার জান্নাতুল নাইমের অবস্থাও ক্রিটিকাল। এইচডিইউতে রয়েছেন তিনি। এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর ও স্বজনরা জানান, তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানায়। বাবার নাম আব্দুল মনসুর। ২০০৭ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন নুরুল। এর আগে গত ২২...