টিভি তারকা, ব্যবসায়ী ও ফ্যাশন দুনিয়ার প্রভাবশালী এই মার্কিন ডিভা বরাবরই চমকপ্রদ ফ্যাশনের জন্য আলোচনায় থাকেন। তবে এবার যেন একটু ব্যতিক্রম। অদ্ভুত পোশাকের বদলে তিনি হাজির হয়েছেন বেশ সাদামাটা অথচ মার্জিত এক লুকে। ছবি: কিম কার্ডাশিয়ানের ইনস্টাগ্রাম থেকে ৪৪ বছর বয়সী এই ফ্যাশন আইকন বেছে নিয়েছেন সাদা টু-পিস আউটফিট। ডিপ নেকলাইন স্লিভলেস ক্রপ টপের সঙ্গে মানানসই রুশড ডিটেলের স্কার্টে তার আবেদন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। লুকে বাড়তি মাত্রা যোগ করেছে গলায় ঝুলে থাকা একটি স্টেটমেন্ট নেকপিস। ন্যুড মেকআপে স্বাভাবিক সৌন্দর্য ফুটে উঠেছে কিমের মুখে। কোমর ছোঁয়া মাঝসিঁথি করা চুলগুলো নরম কার্লে ছেড়ে...