বর্তমানে অনলাইনে নিরাপদ থাকা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে বেড়েছে খরচও। এখন বেশিরভাগ মানুষকে অর্থ দিয়ে ইন্টারনেট প্যাকেজের পাশাপাশি ভিপিএন সার্ভিসের মতো অতিরিক্ত সুবিধা পেতেও অর্থ দিতে হচ্ছে। এজন্য অনেকেই খরচ কিছুটা কমিয়ে আনার কথা ভাবছেন। এর মধ্যে সহজ উপায় হতে পারে নতুন রাউটার কেনার বদলে ভালো অবস্থার কোনো পুরানো রাউটার কেনা। ফেইসবুক মার্কেটপ্লেসের বিভিন্ন সেকেন্ডহ্যান্ড সাইটে পুরানো রাউটার নতুন রাউটারের তুলনায় অনেক কম দামে মেলে, যা কিনতে অনেকে আগ্রহী হতে পারেন। তবে পুরানো রাউটার কেনা বা এতে ডিভাইস সংযোগ করা কি নিরাপদ? প্রযুক্তি বিষয়ক সাইট স্ল্যাশগিয়ার প্রতিবেদনে লিখেছে, বিষয়টি আসলে নির্ভর করে রাউটারটি কতটা পুরানো তার ওপর। যদি অনেক পুরানো হয় তবে তা প্রয়োজনীয় নিরাপত্তার মান পূরণ করতে নাও পারে। কারণ পুরানো রাউটারে নতুন বিভিন্ন নিরাপত্তা আপডেট...