জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলির তদারকিতে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠনে ৭ সদস্যের এই কমিটি থেকে বাদ পড়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। ফলে এখন কমিটির সদস্য সংখ্যা ৬ জন। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে কমিটির সভাপতি করা হয়েছে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আছেন সদস্য সচিব হিসেবে। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিবও কমিটির সদস্য হিসেবে থাকছেন। গত ২৫ অগাস্ট জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকেও সদস্য রাখা হয়েছিল। অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব শামসুল আলম সম্প্রতি এক ফেইসবুক পোস্টে গুরুত্বপূর্ণ পদে...