১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর বিশ্ব রাজনীতিতে এক ঐতিহাসিক ঘটনা ঘটে। সেদিন ইসরাইল ও ফিলিস্তিনের শীর্ষ নেতারা আনুষ্ঠানিকভাবে একে অপরের অস্তিত্ব স্বীকার করেন এবং পাশাপাশি দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকার প্রতিশ্রুতি দেন। শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার অঙ্গীকার নিয়ে শুরু হয় বহুল আলোচিত অসলো শান্তি প্রক্রিয়া। এই চুক্তি নরওয়ের রাজধানী অসলোয় গোপন বৈঠকের মাধ্যমে হয়, যা শুরু হয়েছিল ওই বছরের জানুয়ারিতে। পরবর্তীতে ওয়াশিংটনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উপস্থিতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী আইজেক রাবিন ও ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত প্রথম অসলো চুক্তিতে সই করেন। এর প্রায় দুই বছর পর, ১৯৯৫ সালের সেপ্টেম্বরে মিশরের তাবায় দ্বিতীয় অসলো চুক্তি স্বাক্ষরিত হয়। এই দুই চুক্তির মূল নীতিই ছিল ভূমির বিনিময়ে শান্তি। সিদ্ধান্ত হয়েছিল, ইসরাইলের দখলকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার একটি অংশ নিয়ে...