স্ত্রীকে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করার কথা বলেছেন শাহবাগ থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম। আইনজীবী মোরশেদ হোসেন শাহিনকে তার স্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন ঢাকা-৭ আসনের সাবেক এই এমপি। বুধবার আইনজীবী মোরশেদ হোসেন শাহিন সাংবাদিকদের কাছে এই বিষয়টি জানিয়েছেন। জুলাই আন্দোলন ঘিরে শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় হাজি সেলিমের বড় ছেলে সোলায়মানকে গ্রেফতার দেখিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম সাদেকুর রহমান এ আদেশ দেন। ২২ সেপ্টেম্বর সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করেছিলেন। সকাল সাড়ে ১০টার পর সোলায়মানকে এজলাসে তোলা হয়। সেখানে আইনজীবীর সঙ্গে কথা বলেন সোলায়মান সেলিম। ব্যক্তিগত,...