জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় চলমান যুদ্ধকে ‘মানবিক বিপর্যয়’ আখ্যা দিয়ে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। তবে তার এই শান্তির আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভূমিকার সঙ্গে স্পষ্টতই সাংঘর্ষিক। কারণ, ওয়াশিংটন সম্প্রতি একাধিকবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। গত ১৮ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হলে ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশ সমর্থন দিলেও যুক্তরাষ্ট্র ভেটো দেয়। প্রস্তাবে গাজায় ‘অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী’ যুদ্ধবিরতি নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তার ওপর সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের ১০ নির্বাচিত সদস্য রাষ্ট্রের উদ্যোগে আনা হয়। তারা গাজায় প্রায় দুই বছরের বিধ্বংসী যুদ্ধে সৃষ্ট মানবিক বিপর্যয় পরিস্থিতির ওপর জোর দেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এ যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার...