নাসা গ্রুপের কারখানাগুলোর শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধের লক্ষ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তি অনুসারে কারখানার কর্তৃপক্ষ ১৫ অক্টোবর চলতি বছরের আগস্ট মাসের বকেয়া বেতন-ভাতাদি (মজুরি) এবং ৩০ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতাদি (মজুরি) পরিশোধ করবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ তথ্য জানো হয়েছে। শ্রম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ত্রিপক্ষীয় সভার মাধ্যমে এ সমঝোতা চুক্তি সই হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মালিক ও শ্রমিকপক্ষের স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুসারে কারখানার কর্তৃপক্ষ আগামী ১৫ অক্টোবর আগস্ট মাসের বকেয়া বেতন-ভাতাদি (মজুরি) এবং ৩০ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতাদি (মজুরি) পরিশোধ করবেন। তাছাড়া প্রত্যেক পূর্ণ বছর চাকরির জন্য সার্ভিস বেনিফিট বাবদ ৩০ দিনের মূল মজুরি, মাতৃত্বকালীন ছুটির টাকা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী পরিশোধ করবেন। শ্রমিকদের এসব...