পুলিশ জানায়, পলাতক আসামি রফিকুল ইসলাম রফিক বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকোড়া চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে। তিনি গত ৯ জুলাই রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লীনমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও ছেলের বউ রিভা আকতারকে (৩০) শ্বাসরোধ করে হত্যা মামলার আসামি। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর রাকিব হোসেন সন্দিগ্ধ আসামি হিসেবে গত ১৫ জুলাই কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে তাকে গ্রেফতার করেন। আদালতে হাজির করলে তিনি ডাকাতিসহ ওই হত্যা মামলায় জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ডিবি পুলিশের ইন্সপেক্টর রাকিব হোসেন জানান, গত সোমবার রফিকুল ইসলাম রফিককে মামলার হাজিরা দিতে আদালতে আনা হয়। বিকাল ৪টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দোতলায় হাজতখানা থেকে তাকে অন্যদের সঙ্গে কারাগারে ফেরত নেওয়া হচ্ছিল। এ সময় তিনি (রফিক) হাজতখানার সামনে থেকে...