ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি শুধু অনুভূতি শেয়ার করার জায়গা নয়। এখান থেকে আয় করা যায়, জানা যায় অনেক খবর। এখন তো পছন্দের পাত্র-পাত্রীও পাবেন ফেসবুকে। না আপনাকে কিছু করতে হবে না। এখানে ঘটক পাখি ভাইয়ের অবতারে থাকে ফেসবুক নিজেই। ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য ফিচার যুক্ত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো ফিচার বিদায় নিয়েছে। এবার মেটার দুই অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট আপনার জন্য উপযুক্ত পাত্র-পাত্রী খুঁজে দেবে ফেসবুক থেকেই। একটির নাম ডেটিং অ্যাসিস্ট্যান্ট, অন্যটি মিট কিউট। প্রথমটি সরাসরি আপনার পছন্দ অনুযায়ী ফেসবুক ঘেঁটে সম্ভাব্য প্রোফাইলগুলো খুঁজে দেবে। এক্ষেত্রে আপনি তাকে নির্দিষ্ট প্রম্পটও দিতে পারবেন। যথা ‘ফাইন্ড মি আ বরিশাল/ঢাকা গার্ল/বয়।’ সেই প্রম্পট মেনে এআই অ্যাসিস্ট্যান্ট খুঁজে দেবে পছন্দের নারী বা পুরুষ। আরেকটি চ্যাটবট...