গাজীপুরের টঙ্গীতে ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদ্বগ্ধ টঙ্গী ফায়ার সার্ভিসের আরও এক ফায়ার ফাইটার মারা গেছেন। নিহত ফায়ার ফাইটারের নাম নূরুল হুদা (৩৮)। বুধবার বেলা ২ টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন। তার শরীরের শতভাগ দ্বগ্ধ ছিল। এর আগে মারা যান ফায়ার ফাইটার শামীম আহমেদ। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া যুগান্তরকে মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। নিহত নুরুল হুদা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার আব্দুল মুনসুরের ছেলে।আরও পড়ুনআরও পড়ুনআশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফায়ার ফাইটার নুরুল হুদা (পিএন ৫০১৫৬০) টঙ্গী ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। ২০০৭ সালের ২৯ মার্চ চাকরিতে যোগ দেন তিনি। জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেট...